উনিশ ও বিশ শতকের দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদী আন্দোলন বইয়ের সাজেশন সম্পর্কে বলার আগে তোমাদেরকে জানাতে চাই, জাগোরিকে প্রকাশিত সকল বই সমূহের সাজেশনটি তোমরা ইতোমধ্যেই পেয়েছো।
আজ আমরা তোমাদের জন্য উত্তরসহ উনিশ ও বিশ শতকের দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদী আন্দোলন বইয়ের শর্ট সাজেশন প্রকাশ করবো। এ সাজেশনটি তোমাদের আসন্ন পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে।
এ সাজেশনের প্রতিটি অধ্যায় থেকে তোমরা সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবে। এ প্রশ্নগুলো আমরা বিগত বছরের পরীক্ষা এবং বিভিন্ন কলেজের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করেছি। তাই প্রশ্নগুলো তোমাদের জন্য অবশ্যই পাঠ্য।
মাস্টার্স শেষ পর্ব
বিভাগ: ইতিহাস
বিষয়: উনিশ ও বিশ শতকের দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী আন্দোলন
বিষয় কোড: ৩১১৫০৫
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়- ১৮০০ সালের ১০ জুলাই।
২. কার শাসনামলে সিপাহি বিদ্রোহ হয়?
উত্তর : গর্ভনর জেনারেল লর্ড ক্যানিং এর শাসনামলে সিপাহি বিদ্রোহ হয়।
৩. ‘এশিয়াটিক সোসাইটি’র সম্পাদক কে ছিলেন?
উত্তর : ‘এশিয়াটিক সোসাইটি’র সম্পাদক ছিলেন- স্যার উইলিয়াম জোনস।
৪. ‘অমৃত বাজার পত্রিকার’ সম্পাদক কে ছিলেন?
উত্তর : ‘অমৃত বাজার পত্রিকার’ সম্পাদক ছিলেন- শিশির কুমার ঘোষ।
৫. ‘নবাব বাহাদুর’ উপাধিতে কে ভূষিত হন?
উত্তর : ‘নবাব বাহাদুর’ উপাধিতে ভূষিত হন- নবাব আব্দুল লতিফ।
৬. ভারতীয় সিভিল সার্ভিসের গোড়াপত্তন কে করেন?
উত্তর : ভারতীয় সিভিল সার্ভিসের গোড়াপত্তন করেন- লর্ড কর্নওয়ালিশ।
৭. বঙ্গভঙ্গ হয় কার সময়ে?
উত্তর : লর্ড কার্জনের সময়ে বঙ্গভঙ্গ হয়।
৮. গান্ধী-আরউইন চুক্তি কি নামে পরিচিত?
উত্তর : গান্ধী-আরউইন চুক্তির নাম- The Gandhe-Irwin Pact’ ১৯৩১ বা দিল্লি চুক্তি।
৯. সায়মন কমিশন ব্রিটিশ পার্লামেন্টের কতজন সদস্য নিয়ে গঠিত?
উত্তর : সায়মন কমিশন ব্রিটিশ পার্লামেন্টের ৭ জন সদস্য নিয়ে গঠিত ।
১০. মন্ত্রিমিশনের সদস্যদের নাম লিখ।
উত্তর : মন্ত্রিমিশনের সদস্যদের নাম- স্যার স্টাফার্ড ক্রিপস, লর্ড প্যাথিক লরেন্স ও এ. ভি. আলেকজান্ডার।
- আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
- আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
উনিশ ও বিশ শতকের দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদী আন্দোলন
১১. The Great Calcatta Killing কবে ঘটে?
উত্তর : The Great Calcatta Killing ঘটে- ১৯৪৬ সালের ১৬ আগস্ট।
১২. ব্রিটিশ-ভারতের সর্বশেষ গভর্নর জেনারেলের নাম কি?
উত্তর : ব্রিটিশ-ভারতের সর্বশেষ গভর্নর জেনারেলের নাম- লর্ড মাউন্ট ব্যাটেন।
১৩. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৭৮৪ সালের ১৫ জানুয়ারি।
১৪. সিপাহীবিদ্রোহের সূচনা হয় কার নেতৃত্বে?
উত্তর : সিপাহীবিদ্রোহের সূচনা হয় মঙ্গল পান্ডের নেতৃতে।
১৫. ভারত সভার প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ভারত সভার প্রতিষ্ঠাতা- সুরেন্দ্রনাথ ।
১৬. ভারত সভার প্রতিষ্ঠা হয় কত সালে?
উত্তর : ভারত সভার প্রতিষ্ঠা হয় -১৮৭৬ সালে।
১৭. মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা- নবাব আব্দুল লতিফ।
১৮. ভারতে কত সালে সর্বপ্রথম I.C.S পরীক্ষা শুরু হয়?
উত্তর : ১৮৫৮ সালের ভারত শাসন আইনের মাধ্যমে সর্বপ্রথম I.C.S পরীক্ষা শুরু হয়।
১৯. বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশ দুটির নাম কি?
উত্তর : বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশ দুটির নাম- বঙ্গ প্রদেশ এবং পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ।
২০. ভারত বর্ষে হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্পাদিত প্রথম চুক্তি কোনটি?
উত্তর : ভারত বর্ষে হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্পাদিত প্রথম চুক্তি- ১৯১৬ সালের লক্ষে চুক্তি।
- আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
- আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
উনিশ ও বিশ শতকের দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদী আন্দোলন
২১. কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকা- ঘটে?
উত্তর : ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে।
২২. প্রথম গোলটেবিল বৈঠক হয় কত সালে?
উত্তর : প্রথম গোলটেবিল বৈঠক হয়- ১৯৩০ সালে।
২৩. ভারত ছাড় আন্দোলন হয় কত সালে?
উত্তর : ভারত ছাড় আন্দোলন হয়- ১৯৪২ সালের ৮ আগস্ট।
২৪. স্বাধীন ভারতের প্রথম গর্ভনর জেনারেল কে ছিলেন?
উত্তর : . স্বাধীন ভারতের প্রথম গর্ভনর জেনারেল- লর্ড মাউন্ট ব্যাটেন।
২৫. দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক ছিলেন- কবি কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজাফফর আহমদ।
২৬. ‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা কে?
উত্তর : ‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা- দীনবন্ধু মিত্র।
২৭. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
উত্তর : ‘সংবাদ প্রভাকর’ পত্রিকাটির সম্পাদক ছিলেন- ইশ^রচন্দ্র গুপ্ত।
২৮. আলীগড় আন্দোলনের প্রবর্তক কে?
উত্তর : আলীগড় আন্দোলনের প্রবর্তক- স্যার সৈয়দ আহমদ খান।
২৯. কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
৩০. ‘স্বত্ত্ববিলোপ’ নীতি কার?
উত্তর : স্বত্ত্ববিলোপ’ নীতি- লর্ড ডালহৌসির।
খ-বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্ন
১. ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের ফলাফল কি ছিল?
২. ইয়ং বেঙ্গল আন্দোলন কেন ব্যর্থ হয়?
৩. আলীগড় আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লিখ।
৪. অসহযোগ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল?
৫. ১৯০৫ সালের বঙ্গভঙ্গের ফলাফল কি হয়েছিল?
৬. লাহোর প্রস্তাব সম্পর্কে সংক্ষেপে লিখ।
৭. মন্ত্রিমিশন পরিকল্পনা কী?
৮. ‘মাউন্ট ব্যাটেন’ পরিকল্পনা কী? ব্যাখ্যা কর।
৯. লর্ড রিপনের প্রশাসনিক সংস্কার আলোচনা কর।
১০. ইয়ং বেঙ্গল আন্দোলনের উপর একটি টীকা লিখ।
- আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
- আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
উনিশ ও বিশ শতকের দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদী আন্দোলন
১১. সিমলা ডেপুটেশন সম্পর্কে লিখ।
১২. জাতীয়তাবাদ বলতে কী বুঝ?
১৩. জিন্নাহর ১৪ দফার ৫টি দফা লিখ।
১৪. ভারত ছাড় আন্দোলনের উপর সংক্ষেপে লিখ।
১৫. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের ৫টি ধারা লিখ।
১৬. লক্ষেèৗ চুক্তির গুরুত্ব লিখ।
১৭. ১৯২৮ সালের নেহেরু রিপোর্টের বিষয়বস্তু কী ছিল?
১৮. সাইমস কমিশন কি?
গ-বিভাগঃ রচনামূলক প্রশ্ন
১. জাতীয়তাবাদ কী? দক্ষিণ এশিয়ায় জাতীয়তাবাদ বিকাশের উপাদানগুলো আলোচনা কর।
২. উনিশ শতকের শেষার্ধে সংবাদপত্রের বিকাশ আলোচনা কর।
৩. ভারতে মুসলমানদের পুনর্জাগরণে স্যার সৈয়দ আহমেদ এর অবদান মূল্যায়ন কর।
৪. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর।
৫. লক্ষেèৗ চুক্তির (১৯১৬) শর্তসমূহ ও গুরুত্ব আলোচনা কর।
৬. ১৯৩০-৩২ সালে আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৭. ভারত ছাড় আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা কর। এটা কেন ব্যর্থ হয়েছিল?
৮. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের কারণসমূহ আলোচনা কর।
৯. ভারতে মুসলমানদের পুনর্জাগরণে নবাব আব্দুল লতিফ এর ভূমিকা লিখ।
১০. স্বদেশী আন্দোলন সম্পর্কে আলোচনা কর।
১১. খিলাফত ও অসহযোগ আন্দোলনের কানণে ১৯৪৭ সালের ভারত বিভক্তি ঘটে তা আলোচনা কর।
১২. যে রাজনৈতিক আন্দোলনের কারণে ১৯৪৭ সালের ভারত বিভক্তি ঘটে তা আলোচনা কর।
১৩. উনিশ শতকের দ্বিতীয়ার্ধে উচ্চতর সিভিল সার্ভিসের ভারতীয়করণের দাবিগুলো আলোচনা কর।
১৪. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় ভারতীয় রাজনীতিতে এর প্রভাব কি ছিল?
১৫. ‘ভারত ছাড়’ আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা কর।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।